দশে মিলে একটি মালা

১) এই সেদিন আমার সাথে এক স্টেশন মাস্টারের আলাপ হল​। তিনি বললেন, “সবাই ভাবেন আমার কাজটা খুব সোজা। একটা ছোট্ট স্টেশনেও যে কতগুলি টিকিট বিক্রি করতে হয়, সেই সম্বন্ধে কোনো ধারনা নেই তাদের। আমাদের লাইনে ৩০ টা স্টেশন। আর আপ-ডাউন মিলিয়ে প্রতিটি জায়গার জন্যে আলাদা টিকিট আছে”।...